সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : দেশে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আর এ গ্যাসের অন্যতম যোগানদাতা হচ্ছে সিলেট অঞ্চল। কিন্তু মোট চাহিদার সিংহভাগের যোগান দিলেও এখন পর্যন্ত এ অঞ্চলের সিকিভাগ লোকও গৃহস্থলীতে গ্যাস সংযোগ পাননি। গ্যাসের দাবিতে সরকারের বিভিন্ন পর্যায়ে ধর্ণা দেওয়ার পাশাপাশি দফায় দফায় আন্দোলন করেও কোনো লাভ হয়নি। শুধু আশার বাণীই পাওয়া গেছে সংশ্লিষ্টদের কাছ থেকে। তবে প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার সিলেটে আসার সংবাদে নতুন করে স্বপ্ন দেখছেন বঞ্চিত সিলেটবাসী। তাদের ধারণা ওইদিন আলীয়া মাদ্রাসা মাঠের জনসভায় তিনি গ্যাস সরবরাহের ব্যাপারে কোনো ইতিবাচক ঘোষণা দেবেন। বিভিন্ন জরিপে প্রাপ্ত তথ্যানুযায়ী, সিলেট অঞ্চলের ভূ-গর্ভে মজুদ রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস।
সিলেট জেলার গোলাপগঞ্জ ও জৈন্তাপুর, সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জের নবীগঞ্জসহ বিভিন্ন স্থানে গ্যাস উত্তোলন করা হচ্ছে। কিন্তু উত্তোলিত গ্যাসের একটি ক্ষুদ্র অংশ সিলেট অঞ্চলের ব্যবহার হলেও তা উত্তোলনের নগন্য। গ্যাসের সিংহভাগই সরবরাহ করা হয় দেশের অন্যান্য স্থানে। সিলেটের বুক থেকে উত্তোলিত গ্যাস ব্যবহারে সিলেট অঞ্চলকে অগ্রাধিকার দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেও দাবি জানিয়ে আসছেন সিলেটবাসী। বিশেষ করে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলার সর্বত্র গ্যাস সংযোগ প্রদানের দাবিতে সংশ্লিষ্টদের কাছে বারবার ধর্ণা দিয়েছেন বঞ্চিত লোকজন। আন্দোলনও করেছেন দফায় দফায়। এসবের ফলে মাঝে মধ্যে আশার বাণী শোনা গেলেও তার বাস্তব রূপ মিলেনি এখনো। ফলে চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয় জনমনে।
জৈন্তাপুর উপজেলার হরিপুরের কৃষক ইনসান আলীর সাথে এ বিষয়ে আলাপ করলে তিনি বলেন, আমাদের সবার আগে গ্যাস পাওয়ার কথা থাকলেও সুবিদা বঞ্চিত হচ্ছি আমরা। বাংলাদেশ সরকারের কাছে আমাদের এলাকাবাসী প্রশ্ন কেন আমরা গ্যাস পাচ্ছিনা। আমাদের গ্যাসে চলে দেশের শিল্প-কারখানা। মানুষের বাসা-বাড়িতে জ্বলে চুলা। আর আমাদেরকে গ্যাস থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। কথা গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাঘলা গ্রামের গৃহবধু সায়রা খাতুন বলেন, বাড়ির ধার থেকে গ্যাস তুলা হলেও আমরা গ্যাস পাই না। এটা আমাদের জন্য কষ্টের বিষয়। বিয়ানীবাজর উপজেলার আছিরগঞ্জের এক স্কুল শিক্ষক আজিজুর রহমান (৫২) বলেন, আমাদের বুক খুঁড়ে গ্যাস নিয়ে যাওয়া হচ্ছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখছে আমাদের গ্যাস। অথচ আমরা আজও বঞ্চিত। বিভিন্ন সময় আমরা আন্দোলন করেও কোনো ফল পাইনি। আমরা গ্যাস চাই। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।
Design and developed by ওয়েব হোম বিডি