আমাদের দূর্গাপূজায় এত আয়োজন করার চল নেই : শুভশ্রী

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

আমাদের দূর্গাপূজায় এত আয়োজন করার চল নেই : শুভশ্রী

download-1বিনোদন ডেস্ক :: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী বললেন, আমার বেড়ে ওঠা বর্ধমানে। সেখানে দূর্গাপূজাটা তেমন ঘটা করে পালন করা হতো না। আমরাও পারিবারিকভাবে সেটা করতাম না।

তিনি বলেন, আর আমাদের ওখানে দূর্গাপূজা এই যে এত আয়োজন করার চল নেই। তাই আমার দুর্গাপূজার এত সাড়ম্বর আয়োজন করে পালন করার অভিজ্ঞতা নেই। বলতে গেলে আমার শৈশব বিজয়া শূন্য। আমাদের বছরের প্রধান উৎসব ছিল কালিপূজা। কালিপূজাকে ঘিরেই আমাদের যত আনন্দ অপেক্ষা করতো।

সম্প্রতি ঢাকা সফরে দূর্গাপূজার অভিজ্ঞতা সম্পর্কে এসব জানিয়েছিলেন শুভশ্রী। গত ৭ অক্টোবর সারা দেশে শুভশ্রী ও ওম অভিনীত ‘প্রেম কি বুঝিনি’ ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবির মুক্তি উপলক্ষেই শুভশ্রী ঢাকা আসেন। এরপর শাকিব খানের সাথে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলেও জানিয়েছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com