আমাদের দেশের নারী ক্ষমতা অনেক বেশী: মুস্তফা কামাল

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৬

আমাদের দেশের নারী ক্ষমতা অনেক বেশী: মুস্তফা কামাল

Manual5 Ad Code

Parlament_Kamal

সুরমা মেইল নিউজ : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেত্রী, স্পিকার সবায় নারী। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের নারীর ক্ষমতা অনেক বেশী। আমাদের দেশের গত এক দশকে প্রতিষ্ঠান প্রধান নারীদের সংখ্যা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর কালে সংরক্ষিত-৩২ আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

মন্ত্রী বলেন, প্রতিষ্ঠান প্রধান হিসেবে নারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালের হিসেবে মোট প্রতিষ্ঠানের মধ্যে নারী প্রধান প্রতিষ্ঠানের সংখ্যা- ৫ লাখ ৬৩ হাজার ৩৬৮টি। যা ২০০১ ও ২০০৩ সালে ছিল ১ লাখ ৩ হাজার ৮৫৮টি। অর্থাৎ গত দশকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে নারীদের সংখ্যা পাঁচগুণ বেশি হয়েছে।

Manual6 Ad Code

সামগ্রিক কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ২০০১-২০০৩ সালে মোট নারীকর্মীর সংখ্যা যেখানে ছিল মাত্র ১২ লাখ ২৯ হাজার ৪১৩ জন। সেখানে ২০১৩ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪০ লাখ ৫১ হাজার ৭১৮জন। সুতরাং গত দশকে নারীকর্মীর সংখ্যা প্রায় তিন গুণ বেশি হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০১ ও ২০০৩ সালের শুমারি অনুযায়ী, সামগ্রিক অকৃষিমূলক অর্থনীতির মধ্যে পল্লী এলাকার অবদান ছিল ৬২ দশমিক ৬১ ভাগ। ২০১৩ সালে তা বেড়ে হয়েছে ৭১ দশমিক ৪৮ ভাগ।

Manual1 Ad Code

তিনি বলেন, সময়ের পরিক্রমায় বাংলাদেশ স্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ১৯৮৬ সালে অর্থনৈতিক শুমারি অনুযায়ী স্থায়ী প্রতিষ্ঠান ছিল ১৫ লাখ ৬১ হাজার ৯২৬টি।

২০০৩ সালে ছিল ২৯ লাখ ৯১ হাজার ২৪৯টি। ২০১৩ সালে বেড়ে হয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৯১টি। গত ১৭ বছরে স্থায়ী প্রতিষ্ঠান বেড়েছে ১৪ লাখ ২৯ হাজার ৩২৩টি। এসব তথ্য থেকে বোঝা যাচ্ছে যে, বাংলাদেশের অর্থনীতির ভিত ক্রমশ মজবুত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code