সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬
সুরমা মেইল নিউজ : আমাদের লক্ষ্য দেশের সুষম উন্নয়ন, আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন- এক সময় গোপালগঞ্জবাসী বৈরিতার শিকার ছিল, অবহেলিত ছিল। বাজেটে টাকা দেওয়া হতো, তবে কাজ হতো না। এক সময় বিশ্ববিদ্যালয় সরিয়ে নেওয়া হয়েছিল।
বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন- তারা দেশে উন্নয়ন চায় না, এটাই বাস্তবতা। তারা পারে শুধু মানুষ পোড়াতে, গুপ্তহত্যা করতে। হত্যা আর ধ্বংস ছাড়া তারা আর কিছুই করে না-জানে না। জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, আমরাই দেশে উন্নয়ন করে গেছি-করছি।
তিনি বলেন, জাতির পিতা দেশের উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে পারেননি। ৭৫-এ তাকে নির্মম হত্যাকান্ডের শিকার হতে হয়। এরপর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসে। দেশের উন্নয়নের জন্য এর কোনো কাজ করেনি।
Design and developed by ওয়েব হোম বিডি