‘‘আমার অনুমতি ছাড়া বিয়েই করবেন না রণবীর” দীপিকা

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৫

‘‘আমার অনুমতি ছাড়া বিয়েই করবেন না রণবীর” দীপিকা
ronbir
সুরমা মেইলঃ আপাতত ‘তামাশা’র সুটিংয়ে ব্যস্ত রণবীর-দীপিকা জুটি। সেখানেই ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে রণবীরকে প্রশ্ন করা হয়। রণবীরের কাছে জানতে চাওয়া হয়, বিয়ে করছেন কবে? রণবীর কিছু বলার আগেই দীপিকা বলেন, ‘‘আমার অনুমতি ছাড়া বিয়েই করবেন না রণবীর।”

দীপিকার এই উত্তর শুনে নিজস্ব ভঙ্গিতে পরিস্থিতি সামলে নেন রণবীর। মুচকি হেসে তিনি জানান, ‘‘আমি বিয়েতে বিশ্বাসী। এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই। যখন বিয়ে করব গোটা পৃথিবীকেই জানাব আমি।”

‘বচনা অ্যায় হাসিনো’ দিয়ে দীপিকা-রণবীরের অনস্ক্রিন সফর শুরু। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-র সাফল্যের পর এখন মুক্তির অপেক্ষায় তাঁদের আসন্ন ছবি ‘তামাশা’। এই ছবির প্রচারে রবিবার ট্রেনে চেপে মুম্বাই থেকে দিল্লি গিয়েছেন যুগলে। সঙ্গে ছিলেন পরিচালক ইমতিয়াজ আলিও। ‘তামাশা’র সুটিংয়েই দীপিকা-রণবীরের অফস্ক্রিন প্রেমের গুঞ্জন ফের শোনা গিয়েছিল বলিউডে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com