আমার খুব লজ্জা লাগে

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৬

আমার খুব লজ্জা লাগে

Manual6 Ad Code

sunny-leone-20150618020019

বিনোদন ডেস্ক: বলিউড ফিল্মে বেশ বড় জায়গা করে নিয়েছেন এই পর্ণ তারকা সানি লিওন। তবে এই সাহসী সানি নাকি বাস্তবে খুবই লাজুক। কথাটা শুনে অবাক হবার কিছু নেই। কারণ এই কথা খোদ সানি নিজে জানিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, ‘কোনও ইভেন্ট বা অনুষ্ঠান বা অ্যাওয়ার্ড শো-তে গেলে আমার লজ্জা লাগে। বাস্তব জীবনে আমি খুবই লাজুক। এটা শুনে অনেকেই হয়ত বিশ্বাস করতে পারবেন না। যেমনটা লোকে টেলিভিশনে দেখেন, সানি কিন্তু বাস্তব জীবনে তেমন নয়,।

Manual5 Ad Code

সানি আরও বলেছেন, ‘কোনও অনুষ্ঠানে হাই, হ্যালো করি, কিন্তু খুব লজ্জাও লাগে। অনেকেই মনে করেন যে, আমি খুব দাম্ভিক, অহঙ্কারি। কিন্তু এটা ঠিক নয়। আমি লাজুক। আমি সবসময়ই এমনটাই। খুব একটা পার্টি লাইক করি না’।

Manual7 Ad Code

তবে সানি লিওন এখন যে আর আগের মতো নেই তা বুঝার সহজ উপায় হচ্ছে সানির টুইটারে এখন প্রথমসারির তারকা তার ম্যাসেজের উত্তর দেন। তার যে বলিউডে গ্রহণযোগ্যতা বাড়ছে তার নমুনা এটি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code