আমার তেমন কিছুই নেই আমি নিঃস্ব: দুদককে মুসা বিন

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৬

আমার তেমন কিছুই নেই আমি নিঃস্ব: দুদককে মুসা বিন

Musa_bin

সুরমা মেইল নিউজ : আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের বলেন, আমি দুদককে বলেছি, আমার তেমন কোনো সম্পদ নেই, সুইস ব্যাংকে ১২ বিলিয়ন ডলার আটকে থাকায় আমি একপ্রকার নিঃস্ব। আমর অন্য সব সম্পদের তথ্য আমি দুদককে দিয়েছি । অসুস্থ থাকায় আমি দুদকের কাছে সময় চেয়েছিলাম। তারা আমাকে সময় দেওয়ার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই তবে আরোও কিছুদিন সময় দিলে ভাল হত।

আজ বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে মুসা বিন শমসের সাংবাদিকদের এ কথা জানান।

সুইস ব্যাংক ১২ বিলিয়ন জব্দ কেন করেছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এগুলার ট্রানজেকশনের কারণে করেছে। কোর্ট আমার পক্ষে আছেন। শিগগিরই এ বিষয়ে রিপোর্ট পাবো’।

এর আগে আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের দুর্নীতি দমন কমিশনে (দুদকে) দেহরক্ষী নিয়ে হাজির হন।আজ ১০ .৫০ মিনিটে তার সাথে আসা আটটি গাড়িতে ১৭জন দেহরক্ষীসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। হাজির হওয়ার পরই তাকে দুদকের দ্বিতীয়তলায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী ।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মুসাকে তলব নোটিশ পাঠিয়ে ১৩ জানুয়ারি বুধবার মুসার সম্পদের হিসাব চায় দুদক। কিন্তু একদিন আগে মুসা অসুস্থতার কথা বলে দুই মাস সময় চেয়েছেন। কিন্তু তাকে ২৮তারিখ পর্যন্ত সময় দিয়েছিল দুদক।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com