আমার দেশ পত্রিকা সম্পাদকের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

আমার দেশ পত্রিকা সম্পাদকের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ

সিলেট :
সিলেট নগরীর কোর্ট পয়েন্টে (শহিদ সাংবাদিক আবু তোরাব চত্বর) আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আমার দেশ পাঠকমেলা সিলেটের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আমার দেশ পাঠকমেলা সিলেটের সভাপতি ডা. হোসাইন আহমদ, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাও. এমরান আলম, জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাও. এহসান উদ্দিনসহ অন্যান্যরা।

 

সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সিপাহসালার ও মজলুম সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে আটক অত্যন্ত দুঃখজনক। অনতিবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে আমার দেশ সম্পাদক মুক্তি দিতে হবে।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com