সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৬
সুরমা মেইল. বিনোদন ডেস্ক : অসিহষ্ণুতার ইস্যু যেনো কিছুতেই পিছু ছাড়ছেনা বলিউড তারকা আমির খানের। ভারতের অবস্থা সহনশীল নয় বলে মন্তব্য করে এরইমধ্যে অনেক খেসারত দিতে হয়েছে এই তারকাকে। তবু তিনি শিকার হচ্ছেনা নানা উগ্র হিন্দুবাদী ব্যক্তি ও সংগঠনের। এই তালিকায় নাম রয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতাদেরও। তাদের মধ্যে বিজেপি নেতা কৈলাশ বিজয়ভার্জিয়া বলেছেন, আমিরকে উচিতি শিক্ষা দিতে তিনি একচুল ছাড়ও দিবেন না।
জানা যায়, স্থানীয় এক সংবাদ সম্মেলনে কৈলাশ বলেন- আমিরের দঙ্গলকেও উপযুক্ত শিক্ষা দিতে হবে। তিনি বলেন, হিন্দুদের মাঝে সচেতনতা বাড়িয়ে যেভাবে শাহরুখের দিলওয়ালের ব্যাবসা থামিয়ে দেয়া হয়েছে সেভাবে আমিরের দঙ্গল প্রত্যাখান করে তাকেও উচিত শিক্ষা জবাব দিতে হবে।
আমিরের সাথে বিজেপির সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছেনা। গত বছর ভারতের ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে বিজেপির তোপের মুখে পড়েন এই তারকা। সম্প্রতি তাতে সরিয়ে দেয়া হয়েছে ভারতের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে।
Design and developed by ওয়েব হোম বিডি