আমিরের বিরুদ্ধে বলিউডে

প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৫

আমিরের বিরুদ্ধে বলিউডে
Amir Khan
সুরমা মেইল : আমির খানকে নিয়ে বলিউডে চলছে তারকাদের টুইটার ঝড়। সোমবার সাংবাদিকদের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজেদের নিরাপত্তাহীনতা ও স্ত্রীর দেশ ত্যাগের পরামর্শের কথা বলার পর থেকেই একের পর এক টুইট করা হচ্ছে আমিরকে নিয়ে।টুইটে কেউ আমিরের কঠোর সমালোচনা করেছেন। আবার কেউ দিচ্ছে উপদেশ ও পরামর্শ। তবে অসহিঞ্চুতা নিয়ে মন্তব্য করায় আমিরকে সমালোচনার মুখোমুখিই হতে হচ্ছে বেশি।

আমির খানের রঙ্গিলা চবির পরিচালক ভার্মা। তিনি তাঁর টুইটে লিখেছেন, ‘কিছু কিছু তারকা ধর্মীয় অসহিঞ্চুতার দিকে আঙুল তুলছেন। এই অভিযোগের সমাপ্তি হওয়া উচিত। কারণ, তারা এই অসহিঞ্চু দেশে থেকেই তারকা হয়েছেন।’

ভার্মা আরও লিখেন, ‘যেকোনো দেশের চেয়ে ভারত অনেক বেশি ধর্মনিরপেক্ষ। কেউ যদি নিজে এখানে অসুখী মনে করে, তবে তার অন্য কোনো দেশে চলে যাওয়া উচিত।’

আরেক তারকা ঋশি কাপুর তাঁর টুইটে লিখেছেন, ‘ মিস্টার অ্যান্ড মিসেস আমির খান। যখন ভুল কিছু ঘটে তখন সেগুলোর সংশোধন, মেরামত ও সারানোটাই জরুরি। এটাই বীরত্ব। পালিয়ে যাওয়া কোনো সমাধান না।’

অভিনেতা পরেশ রাওয়াল পরামর্শ দিয়ে বলেন, ‘আমির যদি বিশ্বাস করেন যে, এটা তাঁর মাতৃভূমি, তাহলে কখনোই মাতৃভূমিকে ছেড়ে যাওয়া সম্পর্কে কিছু বলা উচিত নয়।’

আমির খানের ‘আন্দাজ আপনা আপনা’ ও ‘অ্যাকেলে হাম অ্যাকেলে তুম’ এর সহ-অভিনেতা রাওয়াল। তিনি লিখেছেন, ‘আমির একজন যোদ্ধা। তাই তাঁর দেশছাড়া উচিত নয়। বরং দেশের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা উচিত। এখানে জন্মেছি, এখানেই মরবো। একজন সত্যিকার দেশপ্রেমিক বিপদের সময়েও তাঁর মাতৃভূমি ছেড়ে পালায় না।’

আমিরের নাম উল্লেখ না করে অভিনেত্রী রাভিনা ট্যানডন লিখেন, ‘সেই সব মানুষদের কথা চিন্তা করুন, যারা প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে চাননি। বরং নষ্ট রাজনীতি দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। তারা দেশের লজ্জা।’

রাভিনা আরও লিখেন, ‘আমি কোনো আন্দোলনের বিপক্ষে না। তবে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কিছু বলা বা করার আগে নিজেকে প্রশ্ন করুন, দেশ আপনার জন্য কি করেছে আর আপনিই বা দেশের জন্য কি করেছেন।’

এর আগে মঙ্গলবার সকালে নিরাপত্তাহীনতা, দেশ ত্যাগ ও অসহিঞ্চুতা নিয়ে কথা বলায় আমিরের কঠোর সমালোচনা করে টুইট করেন জনপ্রিয় অভিনেতা অনুপম খের।

ধর্মীয় অসহিঞ্চুতা নিয়ে মন্তব্য করায় এর আগে কঠোর সমালোচনার বলি হন বাদশাহ শাহরুখ খান। বানিয়ে দেন পাকিস্তানের এজেন্ট। একই দোষে দুষ্ট আমিরের জন্য তেমন কিছুই অপেক্ষা করছে কিনা সেটা সময়ই বলে দেবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com