সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আমাকে যে সম্মান আপনারা দিয়েছেন আমি আপনাদের কাছে চিরঋণী। আমি সকল লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তৃতীয় বারের মতো আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় আপনাদেরকে সম্মানীত করেছেন।
গত সোমবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় মোগলা বাজারে তার সম্মানে গণসংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, আমি আমার বা আমার পরিবারের জন্য কিছু করিনি, শুধু দলের জন্য কাজ করে যাচ্ছি। আমাকে আল্লাহ অনেক উপরে তুলেছেন, ভবিষ্যতে যদি সংসদে যেতে পারি তাহলে জনগণের জন্য কাজ করে যাব ইনশাহ আল্লাহ।
নিজের প্রসঙ্গে এড. মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আমি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণীত হয়ে দলের জন্য কাজ করে যাচ্ছি। যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তার সভাপতিত্বে, মো. আইয়ুব হোসেন মেম্বার ও শামীম আহমদ মেম্বারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহিদ, সুপ্রীম কোর্টের সহকারী এটর্নী জেনারেল আব্দুর রকিব মন্টু, উপজেলা আ’লীগের সভাপতি হাজী সাইফুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা এড. শামসুল ইসলাম, এ আর সেলিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগ নেতা মুকির হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, প্রবাসী শাহ মিজানুল হক, ইউনিয়ন আ’লীগের সভাপতি শানর মিয়া, দাউদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আতিকুল হক, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, সেলিম আহমদ মেম্বার, শুয়েবুর রহমান, রুহুল ইসলাম, সৈয়দ আলী হোসেন, বেলাল আহমদ জীবন, মুজিবুর রহমান, পাপলু আহমদ প্রমূখ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি