আমি একজন আইনজীবীর ছেলে: কাদের

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৬

আমি একজন আইনজীবীর ছেলে: কাদের

images (4)

সুরমা মেইল নিউজ : আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কৃষক কাদের শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘আমি একজন আইনজীবীর ছেলে। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি। আশা করছি ন্যায়বিচার পাব। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

আদালত থেকে বেরিয়ে মঙ্গলবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘প্রথমে হাই কোর্ট আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। পরবর্তীতে হাই কোর্ট আমার আবেদন যথাযথ প্রক্রিয়ায় হয়নি বলে আবেদনটি খারিজ করে দিয়েছিলেন। হাই কোর্টের সে আদেশের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেছিলাম। আপিলের অনুমতি পেয়েছি। আশা করছি আপিলের শুনানি শেষে ন্যায়বিচার পাব।’

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com