আমেরিকায় গুলিতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৫

আমেরিকায় গুলিতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

guli

সুরমা মেইলঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস ও অ্যারিজোনা অঙ্গরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ে গুলিতে দুজন নিহত হয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে নর্দান অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর গুলিতে নিহত হন একজন। এ সময় আহত হন তিনজন।
এ ঘটনার কয়েক ঘণ্টা ব্যবধানে টেক্সাসে সাউর্দান বিশ্ববিদ্যালয়ের কাছের একটি ছাত্রাবাসে গুলিতে আরেকজনের মৃত্যু হয়।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ওই দুটি বিশ্ববিদ্যালয়ে এমন সময় গুলিতে প্রাণহানির ঘটনা ঘটল যখন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে অরেগন স্টেটের রোজবার্গের একটি কলেজে গুলিতে নিহত নয়জনের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

অ্যারিজোনার আহত তিনজনের শরীরে একাধিক গুলি লেগেছে। তাদের ফ্ল্যাগস্টাফ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com