আযান শুনে বক্তব্য বন্ধ রাখলেন মোদি

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৬

আযান শুনে বক্তব্য বন্ধ রাখলেন মোদি

Manual1 Ad Code

images (4)

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আজানের শব্দ শুনে বক্তব্য থামিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৫ মিনিট ৩০ সেকেন্ড বক্তব্য বন্ধ রাখার পরে পুনরায় তিনি তার বক্তব্য শুরু করেন। রোববার খড়গপুরে এক নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখাছিলেন। সেই সময় পার্শ্ববতী একটি মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে পেয়ে নিজের মাইক্রোফোন বক্তব্য বন্ধ রাখেন তিনি।এ সময় লোকজনের মধ্যে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হলে তিনি দু’হাত দিয়ে তাদেরকে বসে পড়ার ইঙ্গিত করেন। আজান শেষ হলে মোদি বলেন, আজান চলছিল, আমাদের জন্য কারো প্রার্থনায় যাতে অসুবিধা না হয় সেজন্য আমি কিছু সময় বিরতি দিয়েছি।

Manual2 Ad Code

এদিকে, নরেন্দ্র মোদি তার বক্তব্যে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি সারদা কেলেঙ্কারি থেকে নারদা স্টিং কেলেঙ্কারি ইস্যু নিয়ে রাজ্য সরকারের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেন।

Manual4 Ad Code

এ সময় তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, যারা মা-মাটি-মানুষের কথা বলে, তারাই বাংলার মানুষের মোহভঙ্গ ঘটিয়েছে। পশ্চিমবঙ্গে যা সর্বনাশ হয়েছে, গোটা দেশে তা নজিরবিহীন বলে মন্তব্য করেন মোদি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code