আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক মন্ত্রী ইমরানকে

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক মন্ত্রী ইমরানকে

নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে সিলেটের আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ নির্দেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আলী হায়দার ফারুক বলেন, গত ৫ আগস্ট পরবর্তী একটি হত্যা মামলার ৭ নম্বর আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া গোয়াইনঘাটের আরও দুটি মামলায় আদালতে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরমধ্যে একটি ট্রিপল হত্যা মামলা ছিল।

 

আদালত সূত্র জানায়, সিলেট মহানগরের কিনব্রিজ এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। এতে পঙ্কজ নামের এক ছাত্র নিহত হন। ৫ আগস্টের পর এ ঘটনায় করা মামলায় ৭ নম্বর আসামি করা হয় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে। বুধবার সকালে তাকে আদালতে তুলে সেই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পাশাপাশি আদালতে তার পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন, তবে বিচারক সেটি নামঞ্জুর করেন।

 

সিলেট-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য হয়েছেন ইমরান আহমদ। ২০১৮ সালে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করেন শেখ হাসিনা।

 

গত ৭ জানুয়ারির নির্বাচনের পর গঠিত সরকারেও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হয়েছিলেন ইমরান আহমদ।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com