আরবাজের ঘর ছাড়ছেন মালাইকা

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬

আরবাজের ঘর ছাড়ছেন মালাইকা

malaika
বিনোদন ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ অবধি আরবাজ খানের ঘর ছাড়ছেন মুন্নিখ্যাত নায়িকা মালাইকা আরোরা খান। সালমান খানের ছোট ভাই আরবাজ খানের সাজানো সংসারও এবার ভাঙতে চলেছে। ৪২ বছর বয়সী মালাইকা এবার বিচ্ছেদের পথে যাবেন বলেই ঠিক করেছেন। অনেকভাবে অনেকে বোঝানোর পরও এই সম্পর্ক আর টিকিয়ে রাখতে পারলেন না। এই বছরের শুরু থেকেই বলিউডে বিভিরন্ন তারকা দম্পতি ও প্রেমিক-যুগল মন ভাঙ্গার খবরের কারণে নিয়মিত শিরোনাম করে যাচ্ছেন। এবার সেই তালিকা আরও দীর্ঘায়িত করলেন মালাইকা-আরবাজ দম্পতি। বিশ্বস্ত একটি সুত্র হতে জানা যায়, মালাইকা খুব শীঘ্রই তালাক প্রদানের জন্য আইনের শরণাপন্ন হবেন। সালমান খানও এই বিষয়ে তাদের দুইজনকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু কোন সুফল পাওয়া যায়নি। আরবাজ খান ও মালাইকা আরোরা খান একত্রে একটি রিয়্যালিটি টেলিভিশন শো সাইন করলেও মাত্র তিন সপ্তাহ পর ঐ অনুষ্ঠান থেকে চলে যান মালাইকা। তখন থেকে তাদের বিচ্ছদের সুর বাজতে শুরু হয়। তবে সেই অনুষ্ঠানের শেষের পর্বে মালাইকা উপস্থিত হয়ে সমালোচকদের মুখ বন্ধ করেন। কিন্তু এতেও শেষ রক্ষা হল না। সুত্র: বলিউড বাবল।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com