আরবীতে কথা বলায় নামানো হলো বিমান থেকে!

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক :: বিমানে আরবিতে কথা বলায় ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হলো যাত্রীকে। এমন অভিযোগ করলেন ইউটিউব তারকা অ্যাডাম সালেহ। সালেহের অভিযোগ, টেলিফোনে তিনি তার মা এবং বন্ধুদের সঙ্গে আরবিতে কথা বলছিলেন। এ কারণে তাকে ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে লন্ডনের হিথরো এয়ারপোর্টে অপেক্ষারত ডেল্টা এয়ারলাইন্সের লন্ডন-নিউইয়র্ক ফ্লাইটে।

ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে অ্যাডাম সালেহ বিমান যাত্রীদের মাঝে দাঁড়িয়ে তাকে অন্যায়ভাবে নামিয়ে দেবার অভিযোগ করেন। ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের বের করে দেয়া হয়েছে, কেননা আমরা ভিন্ন ভাষায় কথা বলছিলাম। এটা অবিশ্বাস্য, এটা ২০১৬ সাল! আমি আরবীতে আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম, বন্ধুর সঙ্গে বলছিলাম। কয়েকজন পাকিস্তানী, এমনকি আমেরিকান কয়েকজন যাত্রীও বিমানের পাইলটকে বলেছেন এটা অন্যায়। আমি খুবই দুঃখ পেয়েছি, এটা বিশ্বাসই করতে পারছিনা!

যদিও বিমান কর্তৃপক্ষ দাবি, অন্য যাত্রীদের বিরক্ত করার অভিযোগে তাকে প্লেন থেকে নামিয়ে দেয়া হয়েছে। ডেল্টা এয়ারলাইন্সের বিবৃতিতে জানানো হয়, কেবিনে ঝামেলা করার জন্য দু’জন যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হয়েছে। তাদের কারণে অন্য যাত্রীরা অস্বস্তির মধ্যে পড়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com