আরিফের দুর্নীতি মামলায় খালাসের রায় বাতিল

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৬

আরিফের দুর্নীতি মামলায় খালাসের রায় বাতিল

Ariful
সুরমা মেইল নিউজ: কারান্তরীন সিলেট সিটি করপোরেশনের মেয়র (বরখাস্ত) আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মামলাটি আবার হাইকোর্টে শুনানির জন্য নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিল মঞ্জুর করে বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আরিফুলের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিনউদ্দিন। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর সিলেট সদর থানায় আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির এ মামলাটি করে দুদক। এতে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ দুর্নীতি করে অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ২৩ জুন সিলেটের বিশেষ আদালত আরিফুলকে ১০ বছরের কারাদন্ড দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আরিফুল। ২০১৩ সালের ৯ এপ্রিল হাইকোর্ট তাঁকে খালাস দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com