আর্জেন্টিনার দাবাড়ুকে হারালেন সিলেটের রানি হামিদ

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

আর্জেন্টিনার দাবাড়ুকে হারালেন সিলেটের রানি হামিদ

সুরমামেইল ডেস্ক :
দাবা অলিম্পয়াডে বাংলাদেশের দাবাড়ু রানী হামিদের জয়রথ চলছেই। নয় রাউন্ডের মধ্যে ছয় রাউন্ডেই খেলেছেন রানী হামিদ। সব ম্যাচেই জিতেছেন এই ৮২ বর্ষী দাবাড়ু।

 

হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডের নবম রাউন্ডে বাংলাদেশ আর্জেন্টিনার কাছে ১-৩ গেমে হেরেছে। বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে শুধু রানী হামিদই জয় পেয়েছেন। তার আর্জেন্টাইন প্রতিপক্ষ আন্তর্জাতিক মহিলা মাস্টার মারিয়া বেলেন। রানী হামিদের রেটিং ১৯০০ আর আর্জেন্টাইন দাবাড়ুর ২১৭২। এরপরও দুর্দান্ত খেলে জিতেছেন রানী।

 

গতকাল ওপেন বিভাগে বাংলাদেশ ২.৫-১.৫ গেম পয়েন্টে লেবাননকে হারিয়েছে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরেছেন ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ড্র করেছেন। গতকাল ফাহাদ জিতলে আরেকটি জিএম নর্ম পেতেন। কাল ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় নিজ নিজ বোর্ডে জিতেছেন।

 

রানী হামিদ ১৯৪৪ সালের ২৩ ফেব্রুয়ারিতে সিলেটের জালালপুরে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত টানা ছয় বছর বাংলাদেশে জাতীয় শিরোপা জিতেছিলেন তিনি। বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্যও নির্বাচিত হয়েছেন রানী হামিদ। ১৯৮৩ সালে যখন তিনি ব্রিটিশ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন, তখন তিনি হেলেন মিলিগানের সাথে যুগ্ম বিজয়ী হিসাবে আত্মপ্রকাশ করেন।

 

১৯৮৪ সাল থেকে শুরু করে তিনি সমস্ত বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলেছেন।১৯৮৫ সালে ফিদে নারী আন্তর্জাতিক মাস্টার (ডব্লিউআইএম) উপাধিতে ভূষিত হন। ২০১৭ সালে তিনি দিল্লিতে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন। পরের বছর রাশিয়ায় অনুষ্ঠিত দাবা বিশ্বকাপ ২০১৮-তে ‘সাংবাদিক চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছিলেন।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com