আর্জেন্টিনার সাবেক স্বৈরশাসকের ২০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

আর্জেন্টিনার সাবেক স্বৈরশাসকের ২০ বছরের কারাদণ্ড

Renald

আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার সাবেক জান্তা নেতা রেইনাল্দো বিগনানকে একটি অভিযানের নামে অপরাধ সংঘটনের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিন বছর বিচারকাজ চলার পর বিগনানসহ দেশটির ১৪ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়ার পর শুক্রবার এ রায় দেন আর্জেন্টিনার একটি আদালত।

১৯৭০ সালের দিকে ‘অপারেশন কনডোর’ নামে চালানো অভিযানে আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে ও বলিভিয়ায় প্রচুর সংখ্যক বামপন্থী নেতাকর্মীকে অপহরণ ও হত্যা করা হয়। দক্ষিণ আমেরিকার স্বৈরশাসকদের ষড়যন্ত্র হিসেবে দেখা হয় এ অভিযানকে।

একই ধরনের অপরাধের কারণে তৎকালীন উরুগুয়ের স্বৈরশাসককে সম্প্রতি ২৫ বছরের জেল দেওয়া হয়েছে।

মার্কসবাদীরা মাথাচাঁড়া নিয়ে উঠলে তাদের শায়েস্তা করতে ১৯৭৫ সালে দক্ষিণ আমেরিকার ওই দেশগুলোর গোয়েন্দা প্রধানরা একটি গোপন বৈঠকে মিলিত হন। সেই মোতাবেক ১৯৭৬ সাল থেকে ৮৩ সাল পর্যন্ত ওই অভিযানের নামে প্রচুর লোকজনকে গুম, অপহরণ ও হত্যা করে দেশটির নিরাপত্তা বাহিনী। ওই অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল বলে অনেকে মনে করেন। তবে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই তা অস্বীকার করে আসছে। খবর বিবিসির।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com