আর মাত্র এক দিন, কে হবে সালমানের বউ

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৫

আর মাত্র এক দিন, কে হবে সালমানের বউ

salman-khan_96083

 

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : অপেক্ষা হয়তো আর মাত্র এক দিনের। ২৭ ডিসেম্বর বলিউড সুপার স্টার সালমানের পঞ্চাশতম জন্মদিন। আর সেই দিনেই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা সেরে ফেলবেন সলমন খান। এর আগেই তিনি বলেছিলেন, “শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।’’

এর আগেই সালমান বলেছিলেন, “শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।’’ সালমানের সঙ্গে তার রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়া ভান্তুরের সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল বলিউডে। তা হলে কি সত্যিই এ বার লুলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সালমান?

তবে সলমনের এক ঘনিষ্ঠ মহলের মতে, ২০০২-এর হিট অ্যান্ড রান মামলায় ‘বেকসুর খালাস’ না হওয়া পর্যন্ত বিয়ে করতে চাইছেন না সল্লু। তাই সালমানের ‘লেডি লভ’ কে তা নিশ্চিত ভাবে জানতে হয়তো আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। অতএব ভাইজানের ‘ব্যাচেলর ডিগ্রি’ কাটিয়ে বিয়ের ‘মাস্টার স্ট্রোক’ নেওয়ার খবরের জন্য এখনও কিছুটা অপেক্ষা আমাদের করতেই হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com