আলিফ হত্যার প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

আলিফ হত্যার প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
ইসকন সমর্থকদের হাতে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাতান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র চত্বর থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের আয়োজেন ওই বিক্ষোভ মিছিলটি আদালত প্রাঙ্গন প্রদক্ষিণ করে। এরপর বিক্ষোভ মিছিলে অংশ নেয়া আইনজীবীগণ মানববন্ধন প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারত সরকারের মদদপুষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল ইসকন। সন্ত্রাসী-উগ্রপন্থী সংগঠনের নাম হচ্ছে ইসকন।

 

বক্তারা আরও বলেন, চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে এই সংগঠনের লোকজন। ইসকন নামে এ সন্ত্রাসী সংগঠনকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিষিদ্ধ করতে হবে।

 

আলিফ হত্যাকান্ডে ইন্দনদাতা, উস্কানিদাতা জতিদের দ্রুত গ্রেফতার করার দাবি তোলেন বক্তারা।

 

সমাবেশে বক্তব্য রাখেন- আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুক আলম,ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আব্দুল হক, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, এপিপি ও সহ সভাপতি অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, এপিপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ, এপিপি দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আইন উদ্দিন, এপিপি অ্যাডভোকেট মাসুক আহমদ, অ্যাডভোকেট জয়শ্রী রাণী প্রমুখ।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com