আলিয়ার চুমু অবাক করেছিল অর্জুনকে

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

বিনোদন ডেস্ক :: আলিয়া ভট্টর চুমুই তাঁর পছন্দের। অপশনে দীপিকা পাড়ুকোন, করিনা কপূর বা পরিণীতি চোপড়া থাকলেও আলিয়া ছাড়া আর কারও চুমুই ‘না-পসন্দ’। তবে অনস্ক্রিন চুমু! আর তিনি অর্থাত্ আপাতত বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর অর্জুন কপূর। সম্প্রতি ‘নো ফিল্টার নেহা’অনুষ্ঠানে গিয়ে এই গোপন তথ্য শেয়ার করেছেন নায়ক।

নেহা ধুপিয়া অপশন দিয়ে অর্জুনকে প্রশ্ন করেন, অনস্ত্রিনে কে ভাল চুমু খান? অর্জুনের ঝটিতি উত্তর,‘‘আলিয়া’’। পরে ব্যখ্যাও দেন অর্জুন। জানান, আলিয়ার সঙ্গে অভিনয়ের আগে কোনও পরিচয় ছিল না। ফলে ভেবেছিলেন, ঘনিষ্ঠ দৃশ্য করতে বা চুমু খেতে হয়তো অস্বস্তি হবে আলিয়ার।

শুটিং শুরুর প্রথম ১০ দিনের মধ্যেই তাঁদের মধ্যে ভাল পরিচয় হয়ে যায়। আর তারপর তাঁর থেকেও বেশি সাবলীল ছিলেন আলিয়া। বরং আলিয়ার চুমুর পারফরম্যান্স দেখে বেশ অবাক হয়েছিলেন।

ওই শো-তে তাঁর বলিউডের বেস্ট ফ্রেন্ড রণবীর সিংহ বা কাকা অনিল কপূরকে নিয়েও অনেক শকিং মন্তব্য করেছেন বলে শোনা যাচ্ছে। সূত্র: আনন্দবাজার

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com