আলেপ্পোর চার বছর ধরে চলা যুদ্ধ শেষ হয়েছে

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

আলেপ্পোর চার বছর ধরে চলা যুদ্ধ শেষ হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার আলেপ্পোতে চার বছর ধরে চলা যুদ্ধ শেষ হয়েছে। শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সমর্থিত সরকারি বাহিনী।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী কোণঠাসা অবস্থায় থাকা বিদ্রোহীদের নিরাপদে পালিয়ে যাবার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে। খবর বিবিসির।

আলেপ্পোতে যুদ্ধের অবসান হবার খবর জানান, জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিটালি চুরকিন। বিদ্রোহীদের তরফ থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হবার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলছেন, আলেপ্পোতে তারা শুধু শান্তি দেখতে চান, প্রতিশ্রুতি নয়।

এদিকে, জাতিসংঘ বলছে আলেপ্পোতে রুশ সমর্থিত সরকারি বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। সংস্থাটি বলছে, সরকারি বাহিনী সেখানে অন্তত ৮২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এমন শক্ত প্রমাণ তাদের কাছে আছে। এর বাইরেও আরো নানাবিধ সহিংসতা চালানোর অভিযোগও রয়েছে সরকারি বাহিনীর বিরুদ্ধে। তবে, এসব অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com