আলেপ্পোর হাসপাতালে হামলা, নিহত ২০

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬

আলেপ্পোর হাসপাতালে হামলা, নিহত ২০

downloadআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আলেপ্পো নগরীর একটি হাসপাতাল ও পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনে বুধবার রাতে সরকারি বাহিনী হামলা চালিয়েছে। এতে শিশুসহ কমপক্ষে ২০ বেসামরিক লোকজন নিহত হয়েছে। বৃহস্পতিবার এক মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন’ বলছে, বুধবার আলেপ্পো শহরের আল কুদস হাসপাতাল ও পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো এই বিমান হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও হাসপাতালের কয়েকজন কর্মচারীও রয়েছেন। নিহত চিকিৎসকের নাম ড. ওয়াসেম মাজ। তিনি ছিলেন ওই এলাকায় একমাত্র শিশু চিকিৎসক। ওই হামলায় হাসপাতালের দুই রক্ষীও নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, বুধবার সন্ধ্যায় সুক্কারির ওই বিধ্বস্ত হাসপাতালের ধ্বংসাবশেষ থেকে একাধিক মৃতদেহ ও জীবিতকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আলেপ্পোর পূর্বাঞ্চলে অবস্থিত আল সুক্কারি এলাকায় চালানো হামলায় একজন দন্ত চিকিৎসক ও দুই শিশুসহ একই পরিবারের ৫ জন প্রাণ হারিয়েছেন। পৃথক ঘটনায় বুধবার সকালে আলেপ্পোর পশ্চিমাঞ্চলে আরো ১১ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা রকেট ও বন্দুক হামলার জন্য আল-কায়েদার সহযোগী সংগঠন আল-নুসরা ফ্রন্ট ও এর মিত্রদের দায়ী করেছে। সিরিয়ান অবজারভেটরি আরো জানিয়েছে, আলেপ্পো শহরে গত শুক্রবার থেকে শুরু হওয়া ছয় দিনের সরকারি বাহিনীর বিমান হামলায় মোট ৮৪ জন বেসামরিক নিহত হয়েছে। সরকার নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহী বাহিনীর শেল নিক্ষেপে নিহত হয়েছে আরো ৪৯ জন বেসামরিক। সিরিয়ায় এমন এক সময়ে এসব ভয়াবহ হামলার ঘটনাগুলো ঘটল যখন যদ্ধবিরতি কার্যকরে তৎপর রয়েছে জাতিসংঘ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com