আলোচনা করেই জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বুধবার সচিবালয়ে সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশের চেক গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল মাল আব্দুর মুহিত আগামী জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়ে বলেন, আশা করি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হলে তিনি জ্বালানি তেলের দাম কমানো বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছর অর্থনীতির অবস্থা খুব ভালোভাবে যাচ্ছে। যদিও অর্থবছরের প্রথম ছয়মাস পার হয়েছে, আরও ছয়মাস বাকি আছে। অর্থবছর শেষে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ।

তিনি আরও বলেন, সাধারণ বীমা করপোরেশন তাদের লভ্যাংশের ৩০ কোটি টাকার চেক হস্তান্তর করেছে। গত বছর এর পরিমান ছিলো ২৫ কোটি টাকা। আগামী বছর সাধারণ বীমা করপোরেশনের কাছ থেকে এর চেয়ে বেশি লভ্যাংশ পাবো বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com