আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে দুদকে চলছে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৬

আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে দুদকে চলছে জিজ্ঞাসাবাদ

musa

সুরমা মেইল নিউজ : আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমসেরকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দুদকের তলবে হাজির হন তিনি।

দুদকের প্রধান কার্যালয়ের মূল ফটক বন্ধ থাকায় বাইরে গাড়ি রেখে তিনি জিজ্ঞাসাবাদে হাজির হন। বেলা ১১টায় তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

গত ১৩ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে মুসা বিন শমসেরের জিজ্ঞাসাবাদের কথা থাকলে এর একদিন আগেই তিনি ‘ডেথ ফোবিয়া’সহ একাধিক রোগ দেখিয়ে সময়ের আবেদন করেন।

১২ বিলিয়ন ডলার আটকে থাকা সুইচ ব্যাংকের হিসাব নম্বর জানাসহ তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দ্বিতীয় দফায় ২০১৫ সা‌লের ৪ ডি‌সেস্বর মুসা‌কে নো‌টিশ ক‌রে ক‌মিশন। দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাকে ওই নোটিশ করেন।

২০১৪ সালের শেষের দিকে বিজনেস এশিয়া ম্যাগাজিনের প্রতিবেদন বিবেচনায় নিয়ে অবারও নতুন করে মুসার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। ২০১৪ সালের ৩ নভেম্বর দুদকের ওই কর্মকর্তাকে এ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়। ওই বছরের ৪ ডিসেম্বর মুসাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় দুদক। ১৮ ডিসেম্বর হীরার জুতা থেকে শুরু করে আপাদমস্তক মূল্যবান অলঙ্কারে সজ্জিত হয়ে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হন প্রিন্স মুসা। সঙ্গে ছিল নারী-পুরুষের ৮০ জনের এক দেহরক্ষী বহর। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সুইচ ব্যাংকে জব্দ করা অর্থ ফেরত পেলে পদ্মা সেতু নির্মাণে বিভিন্ন খাতে তা বিনিয়োগ করবেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান মুসা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com