আল্লাহ জন বুঝে ধন দেন : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

আল্লাহ জন বুঝে ধন দেন : প্রধানমন্ত্রী

সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে আমেরিকার কাছে গ্যাস বিক্রির চুক্তিতে খালেদা জিয়ার বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে। তবে আল্লাহ জন বুঝে ধন দেন। আমি জানতাম, তারা গ্যাস পাবে না তো, দেবে কী!

তিনি বলেন, আমার কাছে ক্ষমতা বড় নয়, দেশের মানুষ বড়। দেশের স্বার্থহানী হোক, অন্তত আমার কাছে এটা হতে পারে না।

শনিবার বিকেলে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বিভিন্ন অফার দেন, আমি স্পষ্টভাবে বলে আসি, দেশের মানুষের সম্পদ ক্ষমতার লোভে বিক্রি করবো এমন মানুষ আমি নই।

প্রধানমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্র এনেছি, গণতন্ত্র অব্যাহত রাখবো। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com