সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৫
সুরমা মেইল. বিনোদন ডেস্ক : হিম শীতল কণ্ঠ, চোখে ক্ষমতার নজির— সব মিলিয়ে ব্যক্তিত্বে ভরপুর প্রিয়ঙ্কা চোপড়া, থুড়ি আভা মাথুর। পরিচালক প্রকাশ ঝা-র আসন্ন ছবি ‘জয় গঙ্গাজল: দ্য এন্ড গেম’-এর কেন্দ্রীয় চরিত্র। জৌলুসহীন একজন কঠিন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন নায়িকা প্রিয়াঙ্কা চোপরা। ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালের ৪ মার্চ।
বলিউডে রাজনৈতিক ছবি নির্মাণের গুরু প্রকাশ ঝা’র কাহিনি, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় ২০০৩ সালে মুক্তি পেয়েছিল অজয় দেবগান অভিনীত ‘গঙ্গাজল’ চলচ্চিত্রটি। সেসময় ভালো ব্যবসা করেছিল ছবিটি।
এই ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের নাম আবহা মাথুর। বানকিপুর এলাকার প্রথম পুলিশ সুপার। স্থানীয় দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন পুলিশ অফিসার আবহা মাথুর। বানকিপুর এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করাই এই নারী পুলিশ কর্মকর্তার একমাত্র লক্ষ্য। লক্ষ্য বাস্তবায়নের জন্য পথটি মোটেও সুগম ছিল না আবহা মাথুরের জন্য। নিজের ডিপার্টমেন্টের দুর্নীতিবাজ পুলিশ অফিসাররা মদদ যোগায় রাজনৈতিক নেতা ও সন্ত্রাসীদের। তবুও হাল ছাড়েন না আবহা মাথুর। এভাবেই এগিয়ে যায় ছবির কাহিনি।
ভিডিও দেখুন এখানে:
Design and developed by ওয়েব হোম বিডি