আড়িয়াল খাঁ নদিতে ট্রলারডুবী, মৃতের সংখ্যা বেড়ে ১৩

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

আড়িয়াল খাঁ নদিতে ট্রলারডুবী, মৃতের সংখ্যা বেড়ে ১৩

download (3)

সুরমা মেইল নিউজ : নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৩ জনে। এ ঘটনায় বহু হতাহতের আশংকা করা হচ্ছে। শনিবার বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দেড় শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি শিবপুর ব্রিজের গোড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি গ্রামের গণি শাহ-এর মাজারে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সেটি দুর্ঘটনায় পড়ে।

বেলাবো থানার এসআই সৌরভ হাসান সময়ের কণ্ঠস্বরকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখন পর্যন্ত ১৩  জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নৌকাডুবির ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশের বাড়ি বেলাব উপজেলায়। তাদের মধ্যে তাৎক্ষণিকভাবে রাকিবুল হাসান (১০), ইয়াসিন (৫), মালদারিনেছা (৭৫), জেরিন (৬), মারজিয়া (২), মালেকা খাতুন (৬০) সম্রাাট (৫), সাকিব (১০), সুমাইয়া (৪), ফুলেছা (৬০) ও আমেনার (৭০)নাম পাওয়া গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ ঝড়ো বাতাসে ট্রলারটি ডুবে গেলে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে অনেকেই ভেসে গেছে। জীবিত উদ্ধার করে আহতদের হাসপাতালে নেয়ার সময় ৭ জনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ্যায় মৃত্যু হয়।

রায়পুরা থানার ওসি আজহার উদ্দিন সরকার জানান, ট্রলারডুবিতে বেশ কয়েকজন হতাহতের খবর পেয়েছে। ঘটনাস্থলে পুলিশ

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com