সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : নরসিংদীর রায়পুরা উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবে ৯ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২০ জন।নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম বলেন, ট্রলারটি যাত্রী নিয়ে একটি মাজারে যাচ্ছিল, অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে বেলা সাড়ে ১১টার দিকে ট্রলারটি ডুবে যায়।
প্রত্যক্ষদরর্শীদের উদ্ধৃত করে সংবাদদাতাদের জানিয়েছেন, সকাল ১১টার দিকে নরসিংদীর রায়পুরার জঙ্গিশিবপুর এলাকা থেকে ১২০ জন যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গণি শাহ মাজারের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। এসময় অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে এটি উল্টে যায়। অধিকাংশ যাত্রীই সাঁতরে তীরে ওঠতে সক্ষম হন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা।
এ পর্যন্ত পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করেছেন তারা। এখনো ৮ থেকে ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
Design and developed by ওয়েব হোম বিডি