সুরমা মেইল ডটকম :: সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. কমল রতন সাহা বলেছেন, বাংলাদেশের চিকিৎসা জগতে আয়ুর্বেদিক একটি প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি। আদিকাল থেকে চিকিৎসা পদ্ধতি জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করে যাচ্ছে। সম্পূর্ণ পার্সপ্রতিক্রিয়ামুক্ত এ পদ্ধতি দিন দিন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। এর আরো বেশি প্রচার ও প্রসার ঘটাতে নবীণ আয়ূর্বেদিক চিকিৎসকদের আন্তরিক হতে হবে। অর্জিত জ্ঞানকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে। উপকারের পরিবর্তে অপকার যেন না হয় সেদিকে নজর রাখতে হবে।
বুধবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আয়ূর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন ও মেডিসিন প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এমপিএইচ-বিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে ‘‘ইন্ট্রিগ্রেশন অফ আয়ূর্বেদিক এন্ড ফল্ক মেডিসিন ইন ইউজ এমং দি পিপল অফ ট্রাইবাল এন্ড হিলি এরিয়াজ’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ আয়ূর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপত ডা. সেলিম মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি ডা. মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রীহট্ট সংস্কৃত ও আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ড. দিলিপ কুমার দাস চৌধুরী, ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের ঔষধ তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, সিলেট সরকারী ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. জহিরুল হক, বিপিসি’র প্রতিনিধি ডা. ফাতিমা বিনতে রহমান, ডা. লুৎফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ আয়ূর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবিএম মনিরুল ইসলাম, প্রশিক্ষক হিসেবে কর্মশালায় দায়িত্ব পালন করেন শাবিপ্রবি’র অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল হক প্রধান।শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাকিম মো. আমিনুল ইসলাম চৌধুরী, গীতা পাঠ করেন ডা. কৌশিক চন্দ্র নাথ। দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় দু’শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি