আ.লীগের জনসভা চলছে, মঞ্চে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৫

আ.লীগের জনসভা চলছে, মঞ্চে প্রধানমন্ত্রী
pm
সুরমা মেইলঃ জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জনসভা চলছে। সোমবার বেলা আড়াইটা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জনসভা। বিকাল সোয়া তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে এসে হাজির হন।

প্রধানমন্ত্রী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জনসভায় ভাষণ দিচ্ছেন।

জনসভা শুরুর আগে থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেন দলের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ভিআইপিদের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশের গেটটি সংরক্ষিত রাখা হয়।

অন্যদিকে জনসভায় আগতদের জন্য খোলা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পাশের গেট, তিন নেতার মাজারের পাশের গেট ও রমনা কালী মন্দিরসংলগ্ন গেটটি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com