সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগ জোর করে সব দখল করছে’। তারা (আওয়ামীলীগ) যেমন জোর করে ক্ষমতায় এসেছে, তেমনি জায়গা জমি ও ঘর-বাড়িও দখল করছে। এমনকি সাংবাদিকদের প্রেসক্লাবও দখল করেছে তারা।
রোববার (২৬ জুন) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খালেদা জিয়া বলেন, জঙ্গি ধরবেন ধরেন, আমরাও এ কাজে সমর্থন করি। কিন্তু জঙ্গি ধরার নামে গত কয়েকদিনে ১৫ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে তিন হাজারই বিএনপির নেতা-কর্মী, বাকি ১২ হাজার সাধারণ মানুষ। তাদের অবিলম্বে মুক্তি দিন।
তিনি বলেন, আওয়ামী লীগ জঙ্গির দল। তাদের কাছে গোলাবারুদ ও দেশি-বিদেশি অস্ত্র পাওয়া যায়। তাদের ধরলেই প্রকৃত বিচার হবে। দেশে শান্তি ফিরে আসবে।
ন্যূনতম লজ্জা থাকলে আওয়ামী লীগ নতুন নির্বাচন দিতো মন্তব্য করে তিনি বলেন, সেই নির্বাচনে জিতে যদি ক্ষমতায় আসতো তাহলে এদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা হতো।তখন ভালো কাজ করলে প্রশংসা পেতো আর বাজে কাজের জন্যে সমালোচনা হতো। এখন যা করছে তা ক্ষমতার জোরে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, তৈমুর আলম খন্দকার প্রমুখ।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, কবি আল মুজাহিদী প্রমুখ।
সাংবাদিক নেতাদের মধ্যে শওকত মাহমুদ, সৈয়দ আবদাল আহমেদ, আব্দুল হাই সিকদার, এম আব্দুল্লাহ, জাহাঙ্গীর আলম প্রধান, কাদের গণি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি