সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬
স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব সাসেক্সের হয়ে ক্রিকেট খেলতে ইংল্যান্ড রওনা হয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। সব কিছু ঠিক থাকলে আগামিকালই এ তরুণ কাটার মাস্টারের এসেক্সের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে অভিষেক হতে পারে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইনজ্যুরি নিয়ে ফিরলেও পুরোপুরি ফিট হয়েই ইংল্যান্ড যাচ্ছেন তিনি। সেখানে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে সাতটি ম্যাচ খেলতে পারবেন। গ্রুপ পর্বে উতরে গেলে ম্যাচের সংখ্যা বাড়বে।
ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় ক্যাম্প আজ থেকে শুরু হলেও ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার। ঢাকা ছাড়ার আগে এ বাঁ হাতি পেসার জানিয়েছেন সুযোগ পেলে সাসেক্সের হয়ে ভাল কিছু করবেন।
Design and developed by ওয়েব হোম বিডি