ইংল্যান্ডের লক্ষ্য হোয়াইটওয়াশ

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭

ইংল্যান্ডের লক্ষ্য হোয়াইটওয়াশ

স্পোর্টস ডেস্ক :: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী ইংল্যান্ড। তাই তৃতীয় ওয়ানডে জিতে ক্যারিবীয়দের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য স্থির করেছে ইংলিশরা।

তবে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে দিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

গেল জানুয়ারিতে ভারতের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের ক্ষত নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রাখে ইংল্যান্ড। এখানে ওয়ানডে সিরিজের শুরুটা দুর্দান্ত পারফর্ম করে ইংলিশরা। দু’টি প্রস্তুতিমূলক ম্যাচে জয়ের পর, প্রথম দুই ওয়ানডেও জিতে নেয় ইয়ান মরগানের দল।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের সুযোগ কাজে লাগাতে চান ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস, প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছে দল। এবার ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করতে চাই।

তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দু’বার হোয়াইটওয়াশ করে ইংল্যান্ড। ১৯৮৮ ও ১৯৯১ সালে। দু’বারই দেশের মাটিতে। আর ইংল্যান্ডকে একবার হোয়াইটওয়াশের লজ্জা দিতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৬ সালে ইংল্যান্ডের মাটিতে ৩-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা।

তাই ইংল্যান্ডের কাছে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশের লজ্জা পেতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ শেষ করাই লক্ষ্য ক্যারিবীয়দের বলে জানালেন দলের অফ-স্পিনার অ্যাসলে নার্স, ‘দ্বিতীয় ম্যাচে জয়ের ভালো সুযোগ ছিল আমাদের। কিন্তু বোলাররা সুযোগটি লুফে নিতে পারেনি। আশা করছি তৃতীয় ম্যাচে দল ভালো পারফর্ম করবে এবং হোয়াইটওয়াশের লজ্জা এড়াবে। শেষ ম্যাচ জিতে সিরিজ শেষ করতে পারলে হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে দল।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com