সুরমামেইল. স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার। ভারতের কাছে ৩-০ তে সিরিজ হারের পর ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নিজেদের মাঠে নেমেছিল আমলা-ডি ভিলিয়ার্সরা। তবে এবার ঘরের দর্শকদেরও হতাশ করলো প্রোটিয়ারা। ডারবানে সিরিজের প্রথম টেস্টে ২৪১ রানের বিশাল ব্যবধানে হার দিয়ে সিরিজ শুরু করলো স্বাগতিকরা।
বুধবার কিংসমেডে ৪ উইকেটে ১৩৬ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ৪১৬ রানের লক্ষ্য পাওয়া স্বাগতিকদের শেষ দিনে প্রয়োজন ছিল আরো ২৮০ রান। এদিন ২৪ ওভারে ৩৮ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় হাশিম আমলার দলটি।
দিনের প্রথম ওভারেই এবি ডি ভিলিয়ার্সকে (৩৭) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে বড় একটা ধাক্কা দেন মইন আলি। এই অফ স্পিনার এরপর ফিরিয়ে দেন টেম্বা বাভুমা ও কাইল অ্যাবটকেও।
শুরুতেই ব্যাটিং ভরসা ডি ভিলিয়ার্সকে হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এক প্রান্ত আগলে রাখলেও কারোর কাছ থেকে খুব একটা সহায়তা পাননি জেপি ডুমিনি। দক্ষিণ আফ্রিকা ১৭৪ রানে অলআউট হওয়ার সময় ২৬ রানে অপরাজিত ছিলেন তিনি।
৪২ রানে চার উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার পেসার স্টিভেন ফিন। মইন তিন উইকেট নেন ৪৭ রানে। এর আগে প্রথম ইনিংসে ৬৯ রানে চার উইকেট নেয়া এই অফ স্পিনার জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।