ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

প্রকাশিত: ৭:১১ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৬

ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

download (2)স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থা।

প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের ঈদের পর আগামী ২০ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের প্রধান ট্রেনার মারিও ভিয়ারিয়ানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। ৫০ ওভারি ক্রিকেট দিয়ে শুরু হবে সিরিজ।

সফর শুরুর আগে ফতুল্লায় প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে ইংলিশরা। ৪ অক্টোবর প্রস্তুতিমূলক ওয়ানডে খেলার পর ৭ ও ৯ অক্টোবর সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা।ওয়ানডে ম্যাচ দুটি হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে দু দল। একই ভেন্যুতে প্রথম টেস্টের আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১৪ থেকে ১৭ অক্টোবর দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ অক্টোবর থেকে। সিরিজের শেষ ম্যাচ খেলতে দুই দল আবার ঢাকায় ফিরবে। ২৮ অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ প্রাথমিক দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com