ইউনেস্কোর সংবর্ধনা পাচ্ছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৫

সুরমা মেইলঃ বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর দ্বিতীয় ক্যাটাগরির মর্যাদা লাভ করায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সংবর্ধনা দেয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলো আজ সোমবার দুপুর আড়াইটায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করেছে।ইউনেস্কোর চলমান অধিবেশনে ২০১৫-২০১৭ সালে শিক্ষামন্ত্রী সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হন। এছাড়া গত ৭ নভেম্বর প্যারিসে ইউনেস্কো’র সদর দপ্তরে সংস্থার ৩৮তম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কো’র ক্যাটাগরি-২ ইনস্টিটিউটে উন্নীত করার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়।দ্বিতীয় ক্যাটাগরির প্রতিষ্ঠানে স্বীকৃতির পর এখন থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি ইউনেস্কো’র লোগো ব্যবহার করতে পারবে। এখন থেকে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রসারিত হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com