ইউপি নির্বাচনে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ছাড় দেয়া হবে না

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬

ইউপি নির্বাচনে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ছাড় দেয়া হবে না

download (5)

সুরমা মেইল নিউজ : ২২ মার্চ প্রথম ধাপের ৭২১ ইউপিতে ভোট গ্রহণ হবে। এসব এলকায় প্রার্থীদের প্রচারণা রোববার মধ্যরাতে বন্ধ হয়ে যাবে জানিয়ে শাহনেওয়াজ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। এরপরও ইতোমধ্যে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তা আমাদের নজরে এসেছে। বেশ কিছু ব্যবস্থাও নিয়েছি। আশা করি, সামনে বড় ধরনের অঘটন ঘটবে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের অনিয়ম রোধে কোনো ছাড় না দেয়ার নির্দেশনা দেয়ার পরও দায়িত্বে অবহেলা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। নির্বাচনকে ঘিরে এ পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা হলেও ভোটের সময় তার পুনরাবৃত্তি ঘটবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সাবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, সংঘাত-সংঘর্ষ হলেই ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা বলে দিয়েছি, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ছাড় দেয়া হবে না। কেউ ছাড় দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। দল ও প্রার্থীদের সহিষ্ণুতা দেখানোর অনুরোধ করছি। ভোটগ্রহণ কর্মকর্তাদের বলেছি- অনিয়ম মুখ বুজে সহ্য করবেন না। ভোটে কর্মকর্তাদের ভয়ভীতি ও লাঞ্ছিত করা হলে জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ও বিচারকি হাকিম মাঠে রয়েছে। কোনো গোলযোগ-অনিয়ম হলে স্থানীয় পর্যায়ে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ইসিকে সার্বিক অবস্থা অবহিত করার নির্দেশনাও দেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com