ইউরোপ সেরা ১০ খেলোয়াড়ের নাম প্রকাশ

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬

ইউরোপ সেরা ১০ খেলোয়াড়ের নাম প্রকাশ

500x350_018356ad7b231fcee13b769707f760cf_147545_1

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে প্রতিবারের ন্যায় বর্ষসেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশন উয়েফা।

তালিকায় সেরা দশ ফুটবলারের মধ্যে রয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

অপরদিকে রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোরে পাশাপাশি জায়গা করে নিয়েছেন ওয়েলস সেনসেশন গ্যারেথ বেল। তবে ব্রাজিলিয়ান ফুটবল সেনশেসন নেইমার সেরা দশে নেই।

ইউরোপের সেরা দশ ফুটবলার:

গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ/ওয়েলস)

জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস/ইতালি)

অ্যান্থনি গ্রিজমান (অ্যাথলটিকো মাদ্রিদ/ফ্রান্স)

টনি ক্রুজ (রিয়াল মাদ্রিদ/জার্মানি)

লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা)

থমাস মুলার (বায়ার্ন মিউনিখ/জার্মানি)

ম্যানুয়েল ন্যুয়ের (বায়ার্ন মিউনিখ/জার্মানি)

পেপে (রিয়াল মাদ্রিদ/পর্তুগাল)

ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/পর্তুগাল)

লুইস সুয়ারেজ (বার্সেলোনা/উরুগুয়ে)

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com