সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
যৌথভাবে ইউরো ২০২৪ এর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার তথা গোল্ডেন বুট জিতেছেন ছয়জন ফুটবলার। তারা হলেন- ইংল্যান্ডের হ্যারি কেইন, স্পেনের ডানি ওলমো, নেদারল্যান্ডসের কোডি গাকপো, জর্জিয়ার জর্জেস মিকাওটাজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শারাঞ্জ।
এই ছয়জনের প্রত্যেকেই এবারের আসরে তিনটি করে গোল করেছেন। রোববার ফাইনালে খেললেও কেইন ও ওলমো তাদের নামের পাশে অতিরিক্ত কোন গোল যোগ করতে পারেননি।
ইউরোপীয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আগেই ঘোষণা দিয়েছিল ইংল্যান্ড বনাম স্পেনের খেলা যদি টাইব্রেকারে না গড়ায় তবে গোল্ডেন বুট তিন গোল করা ছয়জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
এর আগে একাধিক খেলোয়াড় সম সংখ্যক গোল করলে অ্যাসিস্ট বিবেচনা করে একজনকে গোল্ডেন বুটের জন্য বেছে নেয়া হতো। ২০১২ ইউরোর পর এই প্রথম তিন গোল করে গোল্ডেন বুট জয় করলেন ছয় খেলোয়াড়।
ইউরো ২০২০’এ ক্রিস্টিয়ানো রোনালদো চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিকের সমান পাঁচ গোল করলেও একটি অ্যাসিস্ট বেশি করায় গোল্ডেন বুট জয় করেছিলেন।
(সুরমামেইল/এএইচএম)
Design and developed by ওয়েব হোম বিডি