ইকবাল-ইয়াসমিন পুত্র-কন্যার নিন্দা

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৫

ইকবাল-ইয়াসমিন পুত্র-কন্যার নিন্দা

JAFOR_588866667

গত ৩০ আগস্টের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার তিন দিনের মাথায় মঙ্গলবার সময় প্রকাশনের সত্ত্বাধিকারি ফরিদ আহমেদের ফেসবুক ওয়ালে একটি চিঠিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ওই হামলার শিকার খ্যাতনামা শিক্ষক দম্পতি ড. জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হক এর দুই পুত্র-কন্যা।
এদের মধ্যে কন্যা ইয়েশিম ইকবাল নিউইয়র্ক ইউনির্ভাসিটির ডক্টরাল এবং ড. নাবিল ইকবাল ইউনির্ভাসিটি অব আমস্টারডামের শিক্ষার্থী।

চিঠিতে তারা লেখেন, ‘আমরা, ড. ইয়াসমিন হকের সন্তানেরা ৩০ আগস্ট (২০১৫) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি যে আচরণ করা হয়েছে তার প্রতি এই লেখার মাধ্যমে ধিক্কার জানাই।’

তারা বলেন, ‘শিক্ষকদের সন্তান হবার সুবাদে আমাদের সৌভাগ্য হয়েছিল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বড় হবার। সে জন্য আমরা খুব কাছ থেকে দেখে এসেছি শিক্ষকরা কেবল শিক্ষাদানের দায়িত্ব পালনের উর্ধে গিয়ে কতটা ভালোবাসা আর আন্তরিক শ্রম দিয়েছেন ছাত্রছাত্রীদের প্রতি।’

jafor1_331011144

প্রকাশিত চিঠিতে তারা আরো বলেন, সে কারণে আমরা ভীষণ হতবাক যে, কিছু ছাত্র এই ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান দিলো শিক্ষকদের গায়ে হাত তুলে।

আমাদের স্মৃতিতে যে ক্যাম্পাসের কথা মনে পড়ে, যেখানে আমরা বড় হয়েছি, সে একই ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপর, আমাদের মায়ের উপর হামলা করতে পারে তা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা শাবিপ্রবির শিক্ষকদের উপর এই আক্রমণের তীব্র নিন্দা জানাই।’

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com