ইতি ঘটে গেলেও সাবেক স্ত্রীকে নিয়ে ঘুরে আড্ডায় ঋত্বিক!

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬

ইতি ঘটে গেলেও সাবেক স্ত্রীকে নিয়ে ঘুরে আড্ডায় ঋত্বিক!

download

বিনোদন ডেস্ক : কয়েক বছর আগে তাদের সম্পর্কের ইতি ঘটে গেলেও আজও তারা একে-অপরের সাথে খুব ভাল সম্পর্ক বজায় রেখেছেন। তারা একে-অপরের যে কোন সমস্যায় নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

কঙ্গনা ও ঋত্বিকের আইনি লড়াইয়ের সময় ঋত্বিকের সাবেক স্ত্রী সুজান খান তাকে সাপোর্ট করেন। নিন্দুকদের সমালোচনার জবাবও খুব ভালভাবে দিয়েছেন তিনি। তারা আলাদা আলাদা বাসায় থাকলেও সন্তানদের জন্য তাদের প্রায়ই দেখা করতে হয়।

ঋত্বিক ও সুজানের ঘরে রিহান ও রিধান নামে দুই ছেলে রয়েছে। বিচ্ছেদের পর থেকে তারা ভিন্ন ভিন্নভাবে ছেলেদের নিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। কিন্তু এবার প্রথমবারের মত তারা পারিবারিক ভ্রমণে গিয়েছেন। যেখানে তারা ৪ জন একসাথে রয়েছে।

কাল ইন্সটাগ্রামে সুজান সোনালি বান্দ্রার সাথে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। একটি ছবির পেছনে ঋত্বিক ও তাদের দুই সন্তানকেও দেখা যায়। সেই ছবির মাধ্যমে বোঝা যায়, তারা একসাথে সেখানে অবকাশ যাপন করছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com