ইত্যাদি এবার দিনাজপুরে

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

বিনোদন ডেস্ক :: ইত্যাদির দেশপরিক্রমার ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে উত্তরাঞ্চলের প্রাচীন জেলা ও সীমান্তবর্তী শহর দিনাজপুরে।

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও প্রত্ননিদর্শনসমৃদ্ধ এবং পর্যটন ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থানগুলোয় গিয়ে ইত্যাদির মূল অনুষ্ঠান ধারণ করা হচ্ছে দীর্ঘ দিন ধরেই।

১৮ ডিসেম্বর অনুষ্ঠানটি ধারণ করা হয় দিনাজপুরের অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক কুঠিবাড়ির সামনে, যা বর্তমানে বিজিবি সেক্টর হেডকোয়ার্টার।

ইত্যাদির ধারণ উপলক্ষে ওই দিন দিনাজপুরে ছিল উৎসবের আমেজ। বর্ণিল আলোয় সাজানো এই কুঠিবাড়িতে ইত্যাদির ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। হাজার হাজার দর্শক প্রচণ্ড শীতেও খোলা মাঠে দীর্ঘ সময় কেউ বা বসে, কেউ দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন ইত্যাদির নান্দনিক এসব পর্ব।

শিকড়সন্ধানী ইত্যাদিতে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ জনকল্যাণে নিয়োজিত মানুষ খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়, যাতে তাদের কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হতে পারেন। এবারের পর্বে দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।

ইত্যাদির আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৩০ ডিসেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com