সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ভূমিধসে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ বহু মানুষ। শনিবার রাতে ভূমিধসের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ভূমিধসের সময় ওই এলাকায় প্রায় দেড়শ মানুষ ছিলেন।
ভূমিধসের কারণে বেশ কিছু অস্থায়ী ঘর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। জানা যায়, দুর্ঘটনাস্থলটি গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে রাজধানীর ময়লা-আবর্জনা ফেলার জায়গা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
শহরের এক মুখপাত্র বার্তা সংস্থা এপি’কে জানান, ভূমিধসে নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দা মুসা সুলেমান আব্দুলাহ বলেন, একটি বিকট শব্দ শুনলাম এবং দেখলাম টর্নেডোর মতো কিছু একটা আমাদের দিকে তীরবেগে এগিয়ে আসছে। তার মা ও বোনেরা ভূমিধসে চাপা পড়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি না- তাদের ভাগ্যে কি আছে।’ সূত্র: বিবিসি
Design and developed by ওয়েব হোম বিডি