ইনস্টাগ্রামে খোলামেলা সুস্মিতা সেন

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

ইনস্টাগ্রামে খোলামেলা সুস্মিতা সেন
Susmita-Sen

সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক : সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন এখন আর নিয়মিত নন চলচ্চিত্রে। শোবিজে তার দেখাও মিলে না কোনো কারণে। স্বাভাবিকভাবেই নেই কোনো খবরে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কিছু খোলামেলা ছবি আপলোড করে হৈ চৈ ফেলে দিয়েছেন এই বাঙালি তারকা। ছবিগুলোতে সুস্মিতাকে দেখা গেছে সুইমস্যুটে বিভিন্ন ভঙ্গিমায়। প্রিয় তারকাকে এতদিন পর এর গরম মশলাদারা আমেজের ছবিতে পেয়ে দেদারছে লাইক দিচ্ছেন সুস্মিতার ভক্তরা। হচ্ছে শেয়ারও। এই ছবির সঙ্গে তিনি একটি ভিডিও পোষ্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি সি-বিচে হেটে চলেছেন সুইমস্যুটে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com