ইন্টারনেটের দাম কমাতে মোবাইল অপারেটরদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৫

ইন্টারনেটের দাম কমাতে মোবাইল অপারেটরদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

gfdgf

সুরমা মেইলঃ বাংলাদেশে ইন্টারনেটের দাম নিয়ে অসন্তোষ রয়েছে গ্রাহকদের মধ্যে; দাম কমানোর দাবি উঠছে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।আর তাই গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমাতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শনিবার গণভবনে ইন্টারনেট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, “ইন্টারনেটের দাম জনগণের নাগালের মধ্যে নিয়ে আসতে আমরা প্রতি এমবিপিএস ব্যান্ডউইডথের দাম আট দফায় কমিয়ে ৭৮ হাজার টাকা থেকে মাত্র ৬২৫ টাকায় নামিয়ে এনেছি।

“মোবাইল ফোন অপারেটরগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি যে, তারাও সমানভাবে গ্রাহক পর্যায়ে দাম কমাতে পারে।”

দাম কমালে ইন্টারনেটের ব্যবহার বাড়বে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “তাতে করে মানুষ বেশি করে ইন্টারনেট ব্যবহার করবে। আয়টা বাড়বে।”

গত জুলাইয়ের শেষ নাগাদ বাংলাদেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়ায় পাঁচ কোটি সাত লাখ সাত হাজার,যার মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৪ কোটি ৯২ লাখ ৪১ হাজার বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য।

বাংলাদেশে ইন্টারনেটের দাম নিয়ে অসন্তোষ রয়েছে গ্রাহকদের মধ্যে; দাম কমানোর দাবি উঠছে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ইন্টারনেট সপ্তাহের আয়োজন করেছে সফটওয়ার রপ্তানিকারকদের সংগঠন বেসিস। বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন এতে সহযোগিতা করছে।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com