ইন্টারনেটে ভাইরাল রাধিকার নগ্ন দৃশ্য !

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

download (1)

বিনোদন ডেস্ক :: চরিত্র এবং চিত্রনাট্যের প্রয়োজনে রাধিকা এর আগেও নগ্ন হয়েছেন ক্যামেরার সামনে। আবারও লিক হল তাঁর পরবর্তী চলচ্চিত্রের দু’টি দৃশ্য…

রাধিকা আপ্তে-র প্রথম পরিচয়, তিনি একজন দক্ষ অভিনেত্রী এবং পাশাপাশি তিনি অত্যন্ত সাহসী একজন অভিনেত্রী। চরিত্রের প্রয়োজনে তিনি পোশাকবিহীন অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়াতে সঙ্কোচ বোধ করেন না। এই নিয়ে অনেকেই তাঁর সমালোচনা করেন। যদিও সেসবে কান দেওয়ার পাত্রী তিনি নন।

Leaked-actress-Radhika-Hot-photos12

অন্যান্য সাহসী অভিনেত্রীদের মতোই রাধিকার ছবিও একাধিকবার লিক হয়েছে এবং ভাইরাল হয়েছে ইন্টারনেটে। লিক হয়েছিল রাধিকা অভিনীত একটি শর্ট ফিল্মের অংশবিশেষও যেখানে ছিল ফ্রন্টাল ন্যুডিটি। এবার আবারও তাঁর পরবর্তী ছবি ‘পার্চড’-এর দু’টি দৃশ্য ভাইরাল হল ইন্টারনেটে।--radhika-apte

একটি দৃশ্যে তাঁকে দেখা গিয়েছে সহ-অভিনেতা আদিল হুসেইনের সঙ্গে ঘনিষ্ঠভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে। অপর একটি দৃশ্যে তিনি রয়েছেন আর এক শক্তিশালী অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেখানে এই দুই অভিনেত্রীই পরস্পরের ঘনিষ্ঠ হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com