ইব্রার জোড়া গোলে টানা তৃতীয় জয় ম্যান ইউর

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

ইব্রার জোড়া গোলে টানা তৃতীয় জয় ম্যান ইউর

স্পোর্টস ডেস্ক :: ম্যাচের দুই ভাগেই জোড়া গোল করলেন ইব্রাহিমোভিচ। তার গোলের সুবাদেই ওয়েস্ট ব্রমউইচকে ২-০ ব্যবধানে হারিয়ে দিলে ম্যানচেস্টার ইউনাইটেড।

১৭ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে লিগের সফলতম দলটি। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার এগিয়ে আছে গোল ব্যবধানে।

ঘরের মাঠে লিগে শেষ তিন ম্যাচেই জেতা ওয়েস্ট ব্রমউইচ লড়ে প্রাণপণ। সুযোগও তৈরি করে স্বাগতিকরা। কিন্তু তার কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা। খেলা শুরুর ৫ মিনিটেই দলকে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। প্রথম সুযোগটিকেই গোলে পরিণত করেন এই সুইডিশ স্ট্রাইকার। জেসে লিনগার্ডের অসাধারণ ক্রসে গোলরক্ষককে ফাঁকি দেয় গোল করেন ইব্রা।

বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল ম্যান ইউ। ৫৬ মিনিটে আবার নিজের সামর্থ্য দেখান ইব্রাহিমোভিচ। বক্সের ঠিক বাইরে রুনির কাছ থেকে বল পেয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে সামনে এগিয়ে গিয়ে শট নেন। এক খেলোয়াড়ের পায়ে লেগে জাল খুঁজে নেয় বল। লিগে শেষ ৬ ম্যাচে এটি ইব্রার ৭ নম্বর গোল।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com